গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে সাড়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের কাচারি বাজারে এ অভিযান চালানো হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণকুমার বর্মন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনতে এমন অভিযান চলমান থাকবে।
তবে অর্থদণ্ড প্রাপ্ত ৫ জনের নাম-ঠিকানা তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।