গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মোফাজ্জল হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার ছোট জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোফাজ্জল তালুকানুপুর ইউনিয়নের ছোট জামালপুর গ্রামের আহাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মোফাজ্জল হোসেন তার বাড়ির পাশের পটলের জমিতে যান। জমিতে সেচপাম্পের তার ঝুলে ছিল। হঠাৎ এই তারে জড়িয়ে মোফাজ্জল হোসেন ঘটনাস্থলে মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেননি।