শেরপুরে স্কুলছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, শেরপুর | 2023-08-25 18:21:19

শেরপুরের নালিতাবাড়ি শহরের শাহীন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আকিব ইসলাম খান অমি হত্যার প্রতিবাদ ও দোষীদের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কে সচেতন নাগরিক সমাজের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক সমাজ এর উদ্যোক্তা সরকার গোলাম ফারুক এর নেতৃত্বে স্কুলছাত্র অমি হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, অমি’র মা আঞ্জুমান আরা খান ঝর্ণা, মামা লতিফুল ইসলাম বকুল, খালু আশরাফ আলী, সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, আব্দুল মানান, অমি’র শিক্ষা প্রতিষ্ঠান শাহীন স্কুলের পরিচালক হুমায়ূন কবির, ব্যবসায়ী নেতা মোকছেদ আলী বেগ, এমএ রায়হান, আতিকুর রহমান মানিক, জাহাঙ্গীর মোহাম্মদ মেহেদী, দেলোয়ার হোসেন রিপন প্রমুখ।

মানববন্ধনে শাহীন স্কুলের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার প্রায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২ নভেম্বর শনিবার বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় শহরের পূর্ব কালিনগর মহল্লার আব্দুর রউফ খানের ছেলে অমি। পরে ৬ নভেম্বর বুধবার দুপুরে বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। মুক্তিপণের লোভে অমিকে কৌশলে ডেকে নিয়ে হত্যার ঘটনায় প্রতিবেশী যুবক উমর কাজী রাব্বীসহ ১০ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পরে মামলাটি গতকাল শুক্রবার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ সম্পর্কিত আরও খবর