মেহেরপুরে ট্রাক্টরচাপায় মোস্তাক আহমেদ (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন স্কুটিযাত্রী জাহিদ (৩৮) ও আজাদ (৩৭) নামে দুইজন।
সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুর শহরের পন্ডের ঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাক আহমেদ সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের সামিরুল ইসলামের ছেলে।
জানা গেছে, মেহেরপুর থেকে একটি স্কুটিযোগে সদর উপজেলার আমদহ গ্রামের জাহিদ ও আজাদ এবং একটি ডিসকভার মোটরসাইকেলে মোস্তাক আহমেদ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে ওই এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে মোস্তাককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। কুষ্টিয়ায় নেয়ার পথে গাংনী পৌঁছালে মোস্তাক মারা যান।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা জানান, মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক্টর চালককে আটকের চেষ্টা চলছে।