গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে একটি পাটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গুদামটি ভস্মীভূত হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুন লাগে।
স্থানীয় লোকজন জানান, দুপুরে সোবহান আলীর পাটের গুদামের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল। এসময় আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি তারা ফায়ার সার্ভিসে খবর দেয়।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রতন শর্মা বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, আগুন লাগার খবরে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। তবে গুদামটি ভস্মীভূত হয়ে গেছে। আগুন লাগার কারণ জানা যায়নি।
ক্ষতিগ্রস্থ সোবহান আলী জানান, আগুনে পুড়ে যাওয়া গুদামে লাখ টাকার ওপরে পাট ছিলো।