শেরপুরের নালিতাবাড়ীতে সপ্তম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার (০৪ নভেম্বর) ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে।
ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর বরাতে পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মজিবর রহমানের ছেলে ওই শিক্ষার্থীকে তার প্রেমিক পরিচয়ে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরে সাইম ওই শিক্ষার্থীবে দেশীয় অস্ত্রের মুখে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থী বাড়ি ফিরে তার মায়ের কাছে ধর্ষণের কথা জানায়।
বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলী, ধর্ষকের পিতা মজিবর রহমান, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহিনুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্যরা গ্রাম্য সালিশে বসে ধর্ষককে এক লাখ টাকা জরিমানা করেন। কিন্তু এ বিচার না মেনে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করলে পুলিশ সোমবার অভিযান চালিয়ে শালিশকারী শহিদুল ইসলাম ও খোরশেদ আলমকে আটক করে। তবে এখনো পলাতক রয়েছে প্রধান আসামি সাইম।