কুষ্টিয়ায় মাদক মামলায় তিনজনের এবং মানবপাচার মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান পৃথক এ রায় ঘোষণা করেন।
মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার মজমপুরের আজাহার আলীর ছেলে মহিরুল ওরফে মহিদুল (৫০), মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে শিশির ওরফে নাহিদ (৩৫) ও ফজল মণ্ডলের ছেলে কাজল (৩০)।
এছাড়া এ মামলায় মহিদুলের স্ত্রী রানী খাতুন (৩০) ও পলাতক আসামি কাজীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে হাসানকে পাঁচ বছরের দণ্ড দিয়েছেন আদালত।
পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি র্যাবের অভিযানে ৫৪২ বোতল ফেনসিডিল ও ১ হাজার ৩৯০টি ইয়াবা উদ্ধারের মামলায় আদালত এই রায়।
অন্যদিকে মানবপাচার মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি দৌলতপুর উপজেলার চামনাই আল্লারদর্গা গ্রামের বাদল মণ্ডলের ছেলে মো. সেলিম রেজা (৩৮)। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।