নতুন কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতন করতে যানবাহন চালক ও পথচারীদের মধ্যে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর দিকনির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করেছে কুষ্টিয়া পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে শহরের মজমপুর গেটে এ প্রচারণা কার্যক্রম চালানো হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, পহেলা নভেম্বর থেকে কার্যকর হওয়া নতুন পরিবহন আইনটি সম্পর্কে অনেকেই জানেন না। আর যারা জানেন তাদের বেশিরভাগই বিস্তারিত জানেন না। তাই বিভিন্ন যানবাহন চালক ও পথচারীদের আইনটি সম্পর্কে সচেতন করতে আমরা এ প্রচার-প্রচারণা কার্যক্রম হাতে নিয়েছে। এটি আরো কয়েকদিন চলবে।
প্রচারণা কার্যক্রমে পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।