গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা খেজের মিয়া (৩৫) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
রোববার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের মধ্য দরবস্ত গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খেজের মিয়া ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের একটি জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন খেজের। পরে তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক খেজের মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করে দরবস্ত ইউনিয়ন (ইউপি) সদস্য মিন্টু মিয়া বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘খেজের মিয়ার মৃত্যু অনাকাঙ্ক্ষিত। যা খুবই দুঃখজনক ঘটনা।'