গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাদকসহ বিভিন্ন ধরনের এক ডজন মামলার আসামি আল-আমিন আলাল (৪০) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার (২ নভেম্বর) রাতে পলাশবাড়ীর সাঁকোয়া ব্রিজ নামকস্থান থেকে আলালকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলাল উপজেলার সাতারপাড়া গ্রামের বাসিন্দা।
গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) সফিউল ইসলাম বার্তাটোন্টিফোর.কমকে জানান, আল-আমিন আলালের বিরুদ্ধে মাদকসহ ১২টি মামলা রয়েছে। তাকে গ্রেফতার করার প্রাক্কালে পুলিশের উপর হামলা চালায় আলাল ও তার লোকজন। এ সময় আত্নরক্ষার্থে ৩ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে গুলিবিদ্ধ হয় আলাল।