গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ওরাঁও আদিবাসীদের কারাম উৎসব উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনব্যাপী স্থানীয় পশ্চিম দইহারা গ্রামের শিহিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কারাম উৎসব উদযাপিত হয়। গোবিন্দগঞ্জ কারাম উৎসব কমিটি, অবলম্বন ও মানুষের জন্য ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে কারাম উদযাপন কমিটির আহ্বায়ক সুরেন তিগ্যারের সভাপতিত্বে বক্তব্য দেন- গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, শাখাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাহাজুল ইসলাম ভুট্টু, আদিবাসী শিক্ষক সুশীল টপ্য, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) নুরুল ইসলাম, শাখাহার ইউপি সদস্য গোলাম আহমেদ গোলাপ, গুল রায়হান রেবা, অবলম্বনের প্রজেক্ট কো-অর্ডিনেটর তোফাজ্জল হোসেন, প্রজেক্ট অফিসার দিপ্তী মুরমু, আদিবাসী আবিনা টপ্য, সরলা মিনজি, লিটন তিগ্যা প্রমুখ।
বক্তারা বলেন, এ উৎসবের মূল উদ্দেশ্য আদিবাসীদের নিজেদের ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরা। আদিবাসীদের ভাষা সংস্কৃতি এ দেশের সম্পদ। আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা রক্ষার্থে সরকারি উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।