‘ভোলার ঘটনায় আ. লীগের লোক জড়িত থাকলেও ক্ষমা নেই’

ভোলা, দেশের খবর

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ভোলা | 2023-08-24 04:01:15

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যারাই ভোলার ঘটনার সঙ্গে জড়িত, তাদের কেউই রেহাই পাবে না। আওয়ামী লীগের লোক জড়িত থাকলেও তাকে ক্ষমা করা হবে না।’

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশনের ঈদগা মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ‘ভোলার ঘটনায় বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিলো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে সেই সুযোগ দেননি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধীরা পার পেয়ে যেতে পারে না। নুসরাত হত্যার বিচারে তাই প্রমাণিত হয়েছে। ওই মামলায় আওয়ামী লীগের নেতারও শাস্তি হয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন। শুদ্ধি অভিযানে যারা টার্গেট তারা শেখ হাসিনার নিজের ঘরের আপন লোক। তাদেরকেও তিনি ছাড় দেননি। জনগণকে দেখানোর জন্য তিনি শুদ্ধি অভিযান শুরু করেননি। যাদের উপর জনগণের ক্ষোভ আছে তাদের বিরুদ্ধেই তিনি ব্যবস্থা নিবেন।’

সমাবেশে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবদিন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর