কুষ্টিয়ায় সাড়ে ৪ কেজি গাঁজাসহ সাদ্দাম হালসানা (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার বিল বোয়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাদ্দাম হালসানা উপজেলার মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার মো. মোজাম হালসানার ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানান, সাদ্দাম হালসানা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছেন। আজ গাঁজার একটি চালানসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।