কুষ্টিয়ার মিরপুরে শিশু সাবিহাকে (৭) ধর্ষণের পর হত্যা মামলায় আবু তালেব (৩৮) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু তালেব মিরপুর উপজেলার মিঠন হঠাৎপাড়া গ্রামের রওশন আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় শিশু সাবিহা নিজ বাড়ির আঙিনায় প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলা করছিল। এরপর শিশুটি নিখোঁজ হয়। পরদিন সকাল ১০টায় পার্শ্ববর্তী ধানক্ষেতের সেচ খাল থেকে শিশু সাবিহার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় সাবিহাকে ধর্ষণের পর হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত শিশুর বাবা ভাষা আলী বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে একমাত্র আসামি আবু তালেবের বিরুদ্ধে ২০১৮ সালের ১২ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।