কুড়িগ্রাম দিনের পুলিশি অভিযানে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ২০ জন পুরনো মামলার আসামি। রবিবার থেকে সোমবার দিবাগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এসব তথ্য জানায়।
জানা গেছে, নিয়মিত মামলা ও মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে পুলিশ রোববার রাত থেকে সোমবার দিবাগত রাত পর্যন্ত ওয়ারেন্টভুক্ত ১০জন আসামি, নিয়মিত মামলায় ৩ জন এবং পূর্বের মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুরনো ৩টি মামলার সাথে ২টি মাদক মামলা, ১টি চুরি মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, সরকার ঘুষ-দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পদ্ধতি গ্রহণ করেছে। তারই প্রেক্ষাপটে অভিযান অব্যাহত থাকবে।