গাইবান্ধায় জামায়াত নেতা গ্রেফতার

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-24 15:46:04

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন জামায়াত নেতা আহাম্মদ আলীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) ধাপেরহাট বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

আহাম্মদ আলী ওই ইউনিয়নের তিলকপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে। তিনি বকসীগঞ্জ এএকেএম দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মাসুদ রানা বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, আহাম্মদ আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। রোববার তাকে গ্রেফতারের পর বিকেলে গাইবান্ধা কারাগারে পাঠানো হয়েছে।

তবে কোন মামলায় আহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে তা জানাননি ওসি।

 

এ সম্পর্কিত আরও খবর