কুড়িগ্রামে জেলা ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন। রোববার (২৭ অক্টোবর) কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ৮ দফা দাবিতে এ মানববন্ধনে অংশ নেয় জেলার বিভিন্ন উপজেলার ভূমিহীন পরিবারের লোকজন।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক এসকে মিন্টু চন্দ্র রায়, সদস্য সচিব, এমডি শাহাজুল আলম সাজু, কেন্দ্রীয় কমিটির সহ কার্য সম্পাদক এমএ হক আকরাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সরকারী খাস জমিতে ভূমিহীনদের পুনর্বাসনসহ বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থানের দাবী জানান।