বরগুনায় ইয়াবাসহ ২ বোন গ্রেফতার

বরগুনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা | 2023-08-10 10:56:28

বরগুনার আমতলীতে লঞ্চে অভিযান চালিয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই বোনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ৬টার দিকে আমতলী লঞ্চঘাটে এমভি ইয়াদ লঞ্চ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের মালেক হাওলাদারের মেয়ে ৯ম শ্রেণির ছাত্রী লামিয়া (১৫) ও তার বড় বোন বিথি (২০)।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। দুই বোনের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর