কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ আলী মোল্লা ঢাকার স্কয়ারে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে শুক্রবার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের আলামপুর এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
চেয়ারম্যানের পারিবারিক সূত্র মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
শুক্রবার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের আলামপুর এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মারাত্মক আহত হলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
পরে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। পরিবারের সদস্যরা তাকে ঢাকায় নিয়ে স্কয়ারে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
ইউসুফ আলী মোল্লা কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন পরিষদে একটানা তৃতীয় মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।