সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ ভ্যানযাত্রী। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের কামারপাড়া ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার সরাই হাজিপুর গ্রামের আব্দুল হামিদের মেয়ে শিউলী খাতুন (৩০) ও লক্ষীবিষ্ন প্রসাদ খালিফা পাড়ার আবেদ আলী প্রামাণিকের ছেলে জেল হোসেন (৬৫)। দুর্ঘটনায় আহতদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আহসান হাবিব জানান, যাত্রীবাহী আটো চালিত ভ্যানগাড়ি কামারপাড়া ব্রিজ এলাকা থেকে থানা রোডের দিকে যাচ্ছিল। এ সময় বগুড়াগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। চাপা দিয়ে ট্রাক ও অটোভ্যান খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান শিউলি খাতুন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত চার ভ্যানযাত্রীকে উদ্ধার করেন। এদের মধ্যে জেল হোসেন ও সাহেদ আলীর অবস্থা আশঙ্কাজনক। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় জেল হোসেন মারা যান।
এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।