গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাকছুদা বেগম (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গড়েয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাকছুদা বেগম উপজেলার মহদীপুর ইউনিয়নের গড়েয়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় মাকছুদা বেগমের ঘরে তার সন্তানদের কান্নাকাটি করতে শোনা যায়। এতে আশপাশের মানুষ তার ঘরে গিয়ে দরজা লাগানো দেখতে পায়। ঘরে থাকা শিশু সন্তানটি কাঁদছিল। ডাকাডাকি করলেও দরজা খোলেনি কেউ। পরে দরজা ভেঙে মাকছুদার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখা যায়। এসময় তার বাড়িতে কেউ ছিল না বলে জানান তারা।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান মাসুদ বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, খবর পেয়ে মাকছুদা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হবে। এটি হত্যা নাকি আত্মহত্যা মর্গের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।