চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান ভিপি মুসা আর নেই

ফরিদপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ফরিদপুর | 2023-08-28 02:34:51

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা ওরফে ভিপি মুসা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২২ অক্টোবর) আনুমানিক রাত ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

মোশাররফ হোসেন মুসা চরভদ্রাসন উপজেলার হোসেন আলী শেখের পুত্র ও স্থানীয় গাজিরটেক ইউনিয়নের চর অযোদ্ধা তেলীবাড়ি বাজার এলাকার বাসিন্দা ছিলেন।

২০১৯ সালের উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন মুসা। তিনি ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজ সংসদ নির্বাচিত ভিপি ছিলেন।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা বার্তাটোয়েন্টিফোর.কমকে মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, দুপুর ৩টার দিকে এক স্বজনের জানাযায় গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে অসুস্থতা বোধ করলে তাকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে- মুসার প্রথম নামাজে জানাযা সকাল ১১টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় জানাযা হবে বাদ জোহর চরহাজিগঞ্জ হাইস্কুল মাঠে।

এ সম্পর্কিত আরও খবর