কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার আমলা ইউনিয়নের মিঠুন-বুরাপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবার সকাল ১১ টার দিকে মাঠের মধ্যে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক (৩৫) বছর। তার নাম পরিচয় জানা যায়নি। তবে মৃত্যুর কারণ নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। পুলিশ লাশটি উদ্ধার করে কুষ্টিয়া মর্গে পাঠিয়েছে।