কুষ্টিয়ায় নিখোঁজের চারদিন পর তুষার (২০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ অক্টোবর) বিকেলে খোকসা উপজেলার গোপগ্রামের একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তুষার উপজেলার আমলাবাড়িয়া গ্রামের খন্দকার আব্দুল হান্নানের ছেলে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, নিহত যুবকের হাত ও পায়ের আঙুলের নখ তুলে নেয়া হয়েছে। এছাড়া নির্যাতনের আলামত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর ধান ক্ষেতে মরদেহ ফেলে রেখেছে দুর্বৃত্তরা।
তুষারের বাবা খন্দকার আব্দুল হান্নান জানান, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে তুষার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। আজ বিকেলে ধানক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।