পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সাবুপুরা গ্রামে দুবাই ফেরত এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহতের নাম সিদ্দিক শরীফ। তিনি এলাকার আইজদ্দিন শরীফের ছেলে।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিন তিনি এশার নামাজের আজান শেষে বাড়িতে ফেরেন। কিন্তু আজ দেরি হওয়ায় বাড়ি থেকে মোবাইলে কল করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এর কিছু সময় পর রাত ৮টার দিকে এলাকার মানুষ বাড়ির দক্ষিণ দিকের রাস্তার পাশে তার চিৎকার শুনতে পায়। চিৎকারের স্থানে যেয়ে লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বগা ইউপির আপন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়।
সেখান থেকে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আখতারুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।
তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই বলতে পারেনি পরিবারের সদস্যরা।
দুই মেয়ে ও এক ছেলের জনক নিহত সিদ্দিক শরীফ দুবাই থাকেন। সেখানে তার একটি মুদি দোকান রয়েছে। তিনি মোবাইলে লোড ও বিকাশের ব্যবসাও করতেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, উপজলার গুরত্বপূর্ণ স্থানে তল্লাশি চকি বসানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।