কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পুকুর থেকে মোঃ আমজাদ হোসেন (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাট সদর ইউনিয়নের পাটোয়ারীর পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আমজাদ রাজারহাট উপজেলার কিশামত পাইকপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে পথচারীরা পাটোয়ারীর পুকুরে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে পরিবারের লোকজনের দাবি আমজাদ হোসেন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।