কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে রাজা মিয়া (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) সকালে ওই উপজেলার বালাটারী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রাজা মিয়া কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের আবুল হাসানের ছেলে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির জানান, সকালে ওই এলাকায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।