গাইবান্ধায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ জনকে মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চলে। গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তৌহিদুল হক বার্তা টোয়েন্টিফোর.কমকে এসব তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতার সবাই গাইবান্ধার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তারা সকলেই মাদকসহ বিভিন্ন মামলার আসামি। তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এরা সবাই গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তারা সকলেই মাদকসহ বিভিন্ন মামলা আসামি বলে জানা গেছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।