কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ জান্নাতুল আঁখি নামে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকায় ঘটনাস্থল থেকে সামান্য দূরে মরদেহ উদ্ধার করা হয়।
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।
জান্নাতুল আঁখি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট বাজার সংলগ্ন খিতাবখাঁ গ্রামের জাহেদুল হকের বড় মেয়ে। সে একই এলাকার খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
গত ৬ অক্টোবর সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকায় প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী সহ একটি নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় সকল যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও নদীর তীব্র স্রোতে জান্নাতুল আঁখি নামে এক শিশু নিখোঁজ হয়।
চেয়ারম্যান জানান, নৌকাডুবির ৯ দিন পর মঙ্গলবার সকাল ৬ টার দিকে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দক্ষিণে ভাটির দিকে শিশু জান্নাতুলের লাশ ভেসে উঠে। স্থানীয়রা লাশ দেখে জান্নাতুলের পরিবারের লোকজনকে খবর দিলে তারা গিয়ে লাশ সনাক্ত করে।