ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট শিব শংকর দাশ নৌকা প্রতীকে ৬ হাজার ৭২৫ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
সোমবার (১৪ অক্টোবর) রাতে সহকারী রিটার্নি কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মাইন উদ্দিন মাইনু মোবাইল প্রতীক পেয়েছেন ৪ হাজার ২২০ ভোট।
এছাড়াও আওয়ামী লীগ এর বিদ্রোহী প্রার্থী সরকার পলাশ কম্পিউটার প্রতীক পেয়েছেন ৩ হাজার ৭৫২ ভোট ও বিএনপি মনোনীত প্রার্থী হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন ধানের শীষ প্রতীক পেয়েছেন ২ হাজার ১৭৮ ভোট।
তিনি আরো জানান, নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১২টি কেন্দ্রে প্রথমবারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এর মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ একটানা চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে মেয়র পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৩ ও মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।