গাইবান্ধা সদর উপজেলার ফাতেমা মেডিকেল স্টোর এন্ড মেডিসিন কর্নারে ২৮ টাকা দামের ওষুধ ১৮০ টাকা বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) বিকেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর, গাইবান্ধা এই অভিযান চালায়।
জানা যায়, জেলার বিভিন্ন ওষুধের দোকানে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে ওষুধ বিক্রি করে আসছে দোকান মালিকরা। অতিরিক্ত দামে ওষুধ বিক্রি ঠেকাতে মাঠে নেমেছ প্রশাসন।
এরই অংশ হিসেবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের এক কর্মকর্তা ক্রেতা সেজে গাইবান্ধা কলেজ রোডস্থ ফাতেমা মেডিকেল স্টোর এন্ড মেডিসিন কর্নারে ওষুধ কিনতে যান। এতে দোকান মালিক ২৮ টাকা মূল্যের ওষুধ ১৮০ টাকা চায়। এসময় এক তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
এ তথ্য নিশ্চিত করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর, গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ওই দোকানের বিক্রয় ভাউচার পরীক্ষা করে অধিক দামে ওষুধ বিক্রির সত্যতা পাওয়া গেছে।