গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আবদুর রেজ্জাক ব্যাপারী (৭৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) বৃদ্ধের শয়ন ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আবদুর রেজ্জাক উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর (পুর্বপাড়া) গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, আবদুর রেজ্জাক ব্যাপারী দীর্ঘদিন ধরে এ্যাজমা ও পেটের ব্যাথায় ভুগছিলেন। অনেক চিকিৎসা করেও সুস্থ হচ্ছিলেন না তিনি। ধারণা করা হচ্ছে পেটের ব্যাথা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, নিহত রেজ্জাক ব্যাপারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।