পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় তাদের মরদহে উদ্ধার করা হয়।
মৃত দুই সহোদর হলো- বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের সাদ্দাম হোসেনে ৫ বছরের শিশু আব্দুল্লাহ ও তিন বছরের শিশু ইয়াসিন।
স্বজনরা জানান, বেলা ১১টার দিকে দুই ভাই উঠানে খেলা করছিল। এক পর্যায়ে তাদের খুজেঁ না পেয়ে স্বজনরা পুকুরে নেমে জাল দিয়ে তাদের উদ্ধার করেন। দ্রুত তাদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, দুই সহোদরের মৃত্যুর খবরে স্বজনদের আহজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।