গাইবান্ধা জেলায় বিশেষ অভিযান চালিয়ে ২০ মোটরসাইকেলসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) রাত থেকে শনিবার (১২ অক্টোবর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তারা মাদকসহ বিভিন্ন জিআর মামলার আসামি।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই ওয়ারেন্টভুক্ত আসামি। এ অভিযানে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।