গোপালগঞ্জে অজ্ঞাত (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে জেলা শহরের কলেজ মসজিদ রোডের একটি মার্কেট থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক শাখাওয়াত হোসেন মৃধা জানান, আজ দুপুরে মার্কেটের মধ্যে লোকজন ওই নারীকে পড়ে থাকতে দেখে। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরো জানান, কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। ধারনা করা হচ্ছে ওই নারী ভিক্ষাবৃত্তি করতেন। তবে কোন এক সময় ওই নারী মার্কেটের ভেতর প্রবেশ করলে মৃত্যু হয়। ওই নারীর নাম পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।