কুষ্টিয়ার কুমারখালীতে দিপুন রায় (২৯) এবং তার স্ত্রী সোহাগী রায় (২৫) নামের এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহত দিপুন রায়ের বাড়ি ঝিনাইদহর শৈলকূপায় ও সোহাগী রায় ভালুকা পূর্বশা গ্রামের ভরত মণ্ডলের মেয়ে। দিপুন রায় শ্বশুরের বাড়িতে থাকতেন বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, গত তিন মাস আগে এ দম্পতির বিয়ে হয়। বিয়ের পর দিপুন শ্বশুর বাড়িতেই থাকতেন। প্রতিদিনের মতো গতকালও তারা রাতের খাবার খেয়ে তাদের ঘরে ঘুমাতে যান। সকালে ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া না দিলে পরিবারের লোকজন স্থানীয় পুলিশ ক্যাম্পের আইসিকে জানালে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে স্বামী ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রীকে খাটের উপর থেকে উদ্ধার করে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, 'ঘটনাস্থলে কুমারখালী থানার ওসি এবং অতিরিক্ত পুলিশ গিয়েছেন। আমরা জানার চেষ্টা করছি এটি হত্যা না আত্মহত্যা।'