স্বর্ণের বারসহ যুবক আটক

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া | 2023-08-26 02:15:06

কুষ্টিয়ায় ঢাকা থেকে মেহেরপুরগামী জে আর পরিবহনে অভিযান চালিয়ে সাতটি স্বর্ণের বারসহ রিপন আলী (৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

বুধবার (৯ অক্টোবর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক মো. রফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত রিপন আলী টাঙ্গাইলের মির্জাপুর এলাকার খোরশেদ আলমের ছেলে। 
 
৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক মো. রফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসে ঢাকা থেকে ছেড়ে আসা জে আর পরিবহনে করে ৭টি স্বর্ণের বার মেহেরপুরে পাচার হবে। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন রিপন নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আটককৃত যুবকের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরও খবর