ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঞ্জু রানী (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।
গত সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি হন তিনি। মৃত মঞ্জু রানীর বাড়ি রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর গ্রামে। সে ওই এলাকার হরিপদ কুমারের স্ত্রী।
এনিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুসহ ১১জন ডেঙ্গু রোগীর মৃত্যু হল।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত সোমবার সকালে জ্বরে আক্রান্ত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। পরে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে ফরিদপুর সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত মোট চিকিৎসা নিচ্ছেন ৬৫ জন।
এছাড়াও গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ৩০০৯ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ছুটি নিয়ে বাড়িতে ফিরে গেছেন ২৪৫৬ জন রোগী। আর ঢাকায় রের্ফাড করা হয়েছে ৪৭৭ জনকে।