বরগুনা সদর উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে বরগুনার সদর ইউনিয়নের বাশবুনিয়া এলাকায় ও গতকাল (৬ অক্টোবর) সন্ধ্যায় মনসাতলী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহত হামিম বাশবুনিয়া গ্রামের আবু হানিফ এর ছেলে।
নিহত ২ শিশু শিক্ষার্থী হলো হামিম (৬) ও সাব্বির (১০)।
স্থানীয়রা জানান, নিহত হামিম বাড়ির পাশের সড়ক দিয়ে হাঁটছিল। এ সময় একটি অটোরিকশা শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এদিকে, সদর উপজেলার মনসাতলী এলাকায় গতকাল রোববার বিকেলে একই রকমের অটোরিকশার চাপায় সাব্বির (১০) নিহত হয়। তবে সাব্বিরের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চায়নি তারা।
বরগুনা সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন দুর্ঘটনার বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’