গোপালগঞ্জের কোটালীপাড়ায় সৌরভ গাঙ্গুলী (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে কোটালীপাড়া উপজেলার দেবগ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সৌরভ গাঙ্গুলী কোটালীপাড়া উপজেলার মধ্য দেবগ্রামের বিমল গাঙ্গুলীর ছেলে। সে কোটালীপাড়ার দেবগ্রাম উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, সৌরভ গাঙ্গুলী উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে হোস্টেলে থেকে লেখাপড় করতো।
রোববার রাতে বিদ্যালয়ের পাশের মাঠের কাছে সৌরভের পেটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সে দৌঁড়ে হোস্টেলের কাছে এসে অজ্ঞান হয়ে পড়লে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করে।
পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকাণ্ডে কারণ জানাতে পারেনি পুলিশ।