বজ্রপাতে নৈয়ব আলী (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৬ অক্টোবর) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের মাঠে মহিষ চরানোর সময় এই ঘটনা ঘটে। নৈয়ব আলী ধানখোলা গ্রামের হানিফ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ধানখোলা গ্রামে ভারী বর্ষণসহ বজ্রপাত শুরু হয়। এ সময় মহিষ নিয়ে মাঠে অবস্থান করছিলেন নৈয়ব। এক পর্যায়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। খবর পেয়ে নৈয়বের মরদেহ উদ্ধার করে নিয়ে যায় তার পরিবার।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি ওবাইদুর রহমান।