ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্ত থেকে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশে(বিজিবি)। বৃহস্পতিবার (৩ অক্টোবর) অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই মারাধার গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে বার্তা টোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল এস.এম সামিউন্নবী চৌধুরী।
বিজিবি থেকে জানানো হয়, সকালের তাদের ভারত থেকে অবৈধ পথে প্রবেশের সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে পাওয়া ২টি স্মার্টফোন, ভারতীয় ঔষধ ও বিভিন্ন প্রকার ক্রিম জব্দ করা হয়েছে।ব