গাইবান্ধায় বিশেষ অভিযানে নয় মোটরসাইকেলসহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তৌহিদুল হক।
গ্রেফতারকৃতরা গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তারা সকলেই মাদকসহ বিভিন্ন মামলা আসামি বলে জানা গেছে। অভিযানে তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এবিষয়ে গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তৌহিদুল হক বার্তাটোন্টিফোর.কমকে বলেন, 'এ অভিযান চলমান থাকবে।'