কয়েকদিনের টানা বর্ষণে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া-বানেশ্বর সড়কটি পানির চাপে ভেঙে গেছে। ফলে পানির তীব্র স্রোতে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি তলিয়ে গেছে পানির নিচে।
স্থানীয়রা জানান, কয়েকদিনের ভারী বর্ষণে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া, বানেশ্বর, গোয়ালকান্দা ও ধুতুরবাড়ী স্লুইচ গেট সংলগ্ন পাকা সড়কটি বুধবার (২ অক্টোবর) সকালে ভেঙে যায়। এ কারণে যানবাহন চলাচল বন্ধসহ বিস্তীর্ণ এলাকার রোপা আমন এবং অন্যান্য ফসল পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় শতাধিক একর জমির ফসল ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দিন বলেন, হঠাৎ সড়কটি ভেঙে যায়, আমার রোপা আমনসহ প্রায় দেড় একর জমির ফসল পানিতে ডুবে গেছে।
গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মমিমুল ইসলাম মিতু বলেন, পানির তীব্র স্রোতে ভেঙে যাওয়া সড়কটির দ্রুত মেরামত করা দরকার।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণকুমার বর্মণ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ভাঙা সড়কটি মেরামতের ব্যবস্থা করা হবে।