জয়পুরহাটের পাঁচবিবিতে ডোবা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার পূর্বউঁচনা গ্রামের একটি ডোবা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় ।
নিহত দুই শিশু উপজেলার পূর্বউঁচনা গ্রামের মোখলেছার রহমানের মেয়ে মনিরা (৬) ও রুবেল হোসেনের মেয়ে মরিয়ম (৬)। তারা সর্ম্পকে চাচাতো বোন। শিশু দুটি একটি এনজিও পরিচালিত আশ্রয় স্কুলের ছাত্রী।
এলাকাবাসী বার্তাটোয়েন্টিফোর. কমকে জানায়, গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বৃষ্টির সময় দুইবোন বাড়ির বাহিরে পানিতে খেলা করছিলো। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে না আসায় বাবা-মা খুঁজতে থাকে। না পেয়ে স্থানীয় মসজিদে মাইকিং করা হয়। আজ সকালে গ্রামের ফিরোজের বাড়ির পাশে ডোবায় শিশু দুটির লাশ ভাসতে দেখে পথচারীরা। পরে পাঁচবিবি থানায় সংবাদ দিলে পুলিশ এসে শিশু দুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান বার্তাটোয়েন্টিফোর. কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।