বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত ৬ কিশোর আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করেন।
ছয় কিশোর আসামি হলেন- ১ নম্বর অভিযুক্ত রাশিদুল হাসান রিশান ফরাজী, ৪ নম্বর মো. অলিউল্লাহ অলি, ৫ নম্বর জয় চন্দ্র সরকার চন্দন, ৭ নম্বর মো. তানভীর হোসেন, ৮ নম্বর মো. নাজমুল হাসান ও ১৩ নম্বর রাতুল সিকদার জয়ের জামিন আবেদন নামঞ্জুর হয়। এরা সবাই যশোর শিশু-কিশোর সংশোধনাগারে রয়েছে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নার্গিস পারভীন সুরমা জানান, আদালতের নির্দেশে শিশু-কিশোর সংশোধনাগারে থাকা রিফাত হত্যা মামলার চার্জশিটভুক্ত ৬ কিশোর জন্য আইনজীবীরা জামিনের আবেদন করেছিলেন বরগুনার শিশু আদালতে। পরে শুনানি শেষে আদালত সবার জামিন আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ জুন সকালে রিফাত তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে নিয়ে বরগুনা সরকারি কলেজে যান। কলেজ থেকে ফেরার পথে নয়ন, রিফাত ফরাজীসহ তাদের সহযোগীরা রিফাতের ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। এতে বাধা দেওয়ার চেষ্টা করেন স্ত্রী আয়েশা।
গুরুতর আহতাবস্থায় রিফাতকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির এক ঘণ্টা পর বেলা সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।