মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৩০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া | 2023-08-23 05:32:52

কুষ্টিয়ায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে দুইটি ফার্মেসি থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার দুপুরে জেলার সদর উপজেলার বিত্তিপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান।

এসময় তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে মাশরাবী ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং ফিজিসিয়ান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় এর উদ্দেশ্যে রাখার দায়ে বিশ্বাস ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তিনি বলেন "এই অভিযান অব্যাহত থাকবে।"

অভিযানে জেলা বাজার কর্মকর্তা রবিউল ইসলাম, ক্যাব এর প্রতিনিধি সিরাজুল ইসলাম চাঁদু ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর