পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৩৭টি গ্রামের ১০ হাজারেরও বেশি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে।
পাশাপাশি উজানের নেমে আসা পানিতে চরাঞ্চলের প্রায় এক হাজারের অধিক হেক্টর জমির মাসকলাইসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বন্যাকবলিত রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, ৩৭টি গ্রামের ১০ হাজারেরও বেশি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। চরম দুর্ভোগের মধ্য দিয়ে জীবনযাপন করছে তারা। ঘরের মধ্যে পানি ঢুকে পড়ায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বৃদ্ধরা। খাদ্য সংকটও রয়েছে। এছাড়া জমির ফসল ডুবে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে কৃষকরা।
কুষ্টিয়া জেলা প্রশাসক আমলাম হোসেন জানান, চিলমারী ও রামকৃষ্ণপুর পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। দ্রুত তালিকা করতে ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়েছে। তালিকা অনুযায়ী তাদের সরকারিভাবে সহযোগিতা করা হবে।