ফরিদপুরের চাঞ্চল্যকর জাহিদুল খাঁ হত্যা মামলায় পাঁচ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়া এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২১ ডিসেম্বর ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের পূর্ব গঙ্গাবর্দী এলাকার জাহিদুল খাঁকে তাস খেলা নিয়ে বিরোধের জের ধরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন আসামিরা।
এ ঘটনায় নিহতের স্ত্রী জিয়াসমিন বেগম বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে কোতোয়ালী থানায় একটি মামলা করেন।
মামলার রায়ে আসামি আকাশ শেখ, সাইফুল শেখ, হাসেম শেখ, জাহিদ ও জুয়েল ব্যাপারীকে ফাঁসির আদেশ দেন আদালত। আসামিদের মধ্যে একজন পলাতক রয়েছেন। রায় প্রদানের সময় জুয়েল ব্যাপারী ছাড়া বাকি চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।