কুষ্টিয়ার ভেড়ামারায় মাকে বাড়ি থেকে বের করে দেয়ার অপরাধে মজনু আলী নামে এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ এ রায় দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডে লালুর মোড়ে মজনু আলী তার মাকে বাড়ি থেকে বের করে দেন। বয়স্ক মাকে বাড়ি থেকে বের করে দেয়ার ঘটনায় স্থানীয়রা বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মজনু আলীকে দুই মাসের কারাদণ্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ বার্তাটোয়েন্টিফোর.কমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।